শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
The Daily Post

শরণখোলায় জেলেদের জালে ধরা পড়ল ১৫ কেজি কোরাল 

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি 

শরণখোলায় জেলেদের জালে ধরা পড়ল ১৫ কেজি কোরাল 

বাগেরহাটের শরণখোলার পূর্ব সুন্দরবনের খালে  ধরা পড়েছে ১৫ কেজি ৫০০ গ্রাম ওজনের বিশাল এক কোরাল মাছ। শুক্রবার  (৫ মে) ভোরে সুন্দরবনের খাল থেকে স্থানীয় এক জেলের জালে এ মাছটি ধরা পড়ে। 

পরে মাছটিকে শরণখোলার মাছ বাজারের আড়তদার মো. মিজানের কাছে বিক্রি করেন ওই জেলে। এক হাজার ৬০০ টাকা কেজি দরে ২৫ হাজার টাকায় মাছটি কিনে নেন তিনি।

 সেখানে উপস্থিত নোমান  নামের এক ব্যক্তি বলেন, আমার জীবনে এত বড় মাছ আর আমি কখনো দেখিনি। সুন্দরবনে বিভিন্ন সময় সরকার নিষেধাজ্ঞা দিয়ে থাকেন। নিষেধাজ্ঞার সময় জেলেরা মাছ শিকার থেকে বিরত থাকেন। এর সুফল হিসেবেই মনে হয় এত বড় মাছ  ধরা পড়ছে।

মাছ বাজারের আড়তদার মো. মিজান বলেন, এতো বেশি ওজনের কোরাল মাছ বহু বছর আগে দেখা যেত। কয়েক বছর ধরে কোরাল মাছ তেমন একটা পাওয়াই যায় না। মাছটি দেখার জন্য উৎসুক জনতার ভিড় করে বাজারে।

টিএইচ